কত রঙে ছবি আঁকা
জীবনের পাতায় পাতায়
আঁকব সেসব তুলির টানে
আমার কবিতায়।
এ হৃদয়ের যত ব্যথা
যত দুঃখ মনে গাথা
লিখব আজি সেসব কথা
এই কবিতায়।
এ আমার প্রথম কবিতা
হায়!
সেতো আজ কান্না হয়ে যায়।
কত রঙে ছবি আঁকা
জীবনের পাতায় পাতায়
আঁকব সেসব তুলির টানে
আমার কবিতায়।
এ হৃদয়ের যত ব্যথা
যত দুঃখ মনে গাথা
লিখব আজি সেসব কথা
এই কবিতায়।
এ আমার প্রথম কবিতা
হায়!
সেতো আজ কান্না হয়ে যায়।