ফুল হয়ে হাসা জীবন
হেসে দুঃখ ভোলা জীবন
জিতে গিয়ে সবাই খুশি?
তো কি হয়েছে,
হেরে গিয়ে আনন্দ করাটাও জীবন।
(৫ জুলাই, ২০১০)
আমি কাঙাল বেশে
ফিরি দেশে দেশে হায় –
জীবন কেটে যায়।
(৪ অক্টোবর, ২০১০)
সুখ-সুখ করে যেবা
দিবা-নিশি ঘোরে
আকাঙ্খা দুঃখ তারে
জাপটিয়া ধরে।
(৭ অক্টোবর, ২০১০)
সম্পর্ক মধুর হয়
ভালোবাসা হলে,
সম্পর্ক বিষাক্ত হয়
অবিশ্বাস এলে।
(৭ অক্টোবর, ২০১০)
অনন্ত এই আকাশ
অনন্ত এই তারা
অনন্ত এই সময় মধ্যে
অনন্ত প্রেমধারা।
(২৫ অক্টোবর, ২০১০)
যাওয়া আসা আসা যাওয়া
চলছে জগৎ ময়,
এরই মাঝের সময়টুকু
জীবন তারে কয়।
(২৫ অক্টোবর, ২০১০)
আমি এক পাগল বুঝি
তাই, জীবনের মানে খুঁজি।
জীবন মানে হয়তো বুঝি
পদ্ম পাতায় জল,
জীবন মানে কেউবা তোরা
জানিস যদি বল।
(২৭ জুন, ২০১১)