ভালবাসা যদি পাপ হত
তাহলে ফুল ফুটত না,
ভালবাসা যদি বাঁধা মানত
তবে বসন্ত আসত না।
ভালবাসা যদি কলঙ্ক হত
তবে হাসত না ওই শশী,
ভালবাসা যদি ক্ষণিকের হত
তবে রবী ছড়াতনা রশ্মী।
ভালবাসা যদি ভালো না হবে
তবে কেন যিশু চৈতন্য কবীর?
ভালবাসাই পারে মুক্তি আনতে
একবিংশ শতাব্দীর।