কোনো কিছু করতে গিয়ে
ভূল যদি হয়,
হোক না।
কোনো কিছু গড়তে গিয়ে
ভাঙে যদি,
ভাঙ্গুক না।
সেই ভূল ও ভাঙার মধ্যদিয়েই
আমরা এগিয়ে যাব
সত্য ও সৃষ্টির দিকে।
কোনো কিছু করতে গিয়ে
ভূল যদি হয়,
হোক না।
কোনো কিছু গড়তে গিয়ে
ভাঙে যদি,
ভাঙ্গুক না।
সেই ভূল ও ভাঙার মধ্যদিয়েই
আমরা এগিয়ে যাব
সত্য ও সৃষ্টির দিকে।