দুপুর গড়ায়, বিকেল নেমে আসে;
পশ্চিম আকাশে সূর্য
এগিয়ে যায়
দিগন্তের আরও কাছে।
সেই সকাল থেকে সে শুরু করেছে তার এগিয়ে চলার যাত্রা,
তার পর আর থেমে নেই।
এর মাঝে কখন যে কেটে গেছে দুপুর,
কতবার মেঘে ঢাকা পরে গেছে তার আলো,
তবুও থেমে নেই তার চলার গতি।
আর এই গতিই তো তাকে
ঠেলতে ঠেলতে এনে দাঁড় করিয়েছে এই বিকেল বেলায়।
যেখান থেকে আর এক ধাপ এগোলেই তাকে
গ্রাস করবে
কাল রাত্রি।