একদিন হব কবি
মনে আঁকি সেই ছবি
একেবারে পষ্ট,
যেদিন আমি কবি হব
মান যশ কত পাব
রবেনাতো একটুও কষ্ট।
এখন যারা আমায় বলে,
“ও একটি পাগল ছেলে”,
“ওরে আমার কবি রে!”
দেখবে তুমি তখন তারাই
আমায় নিয়ে করবে বড়াই
“আমাদেরই সোনার টুকরো, হিরে।”
একদিন হব কবি
মনে আঁকি সেই ছবি
একেবারে পষ্ট,
যেদিন আমি কবি হব
মান যশ কত পাব
রবেনাতো একটুও কষ্ট।
এখন যারা আমায় বলে,
“ও একটি পাগল ছেলে”,
“ওরে আমার কবি রে!”
দেখবে তুমি তখন তারাই
আমায় নিয়ে করবে বড়াই
“আমাদেরই সোনার টুকরো, হিরে।”