একটি নির্জন সকালে যেন কান্না শুনি কার
তাকিয়ে দেখি এখনো যে কাটেনি আঁধার,
শুধাই আমি ভোরের পাখি কাঁদছ কেন তুমি?
কিসের লাগি এত দুঃখ আমায় বল শুনি।
বললে আমায় ভোরের পাখি কেমনে বাঁচাই প্রাণ
কোলাহলে হারিয়ে গেছে আমার মিষ্টি গান।
একটি নির্জন দূপুরে যেন কান্না শুনি কার
হঠাত দেখি চারিদিকে নেমেছে নেমেছে আঁধার,
শুধাই আমি ফুলের কাছে কাঁদছ কেন তুমি?
কিসের তোমার দুঃখ এত আমায় বল শুনি।
বললে আমায় ফুলের রাণী কেমনে বাঁচাই প্রাণ
বিষের বাতাস নিয়ে গেছে আমার মধুর ঘ্রাণ।
একটি নির্জন বিকেলে যেন কান্না শুনি কার
দেখতে পেলাম সাঁঝের আগেই নেমেছে আঁধার,
শুধাই আমি চারা গাছটি কাঁদছ কেন তুমি?
দুঃখ তোমার কিসের ও ভাই আমায় বল শুনি।
বললে আমায় গাছের রাজা কেমনে বাঁচি বল
জল বিনা যে শুকিয়ে গেল মোদের শিশু ফল।
একটি নির্জন রাতে যেন কান্না শুনি কার
জেগে দেখি জোছনা রাতেও রয়েছে আঁধার,
শুধাই আমি চাঁদের কাছে কাঁদছ কেন তুমি?
কিসের তোমার দুঃখ এত আমায় বল শুনি।
বললে আমায় জোছনা রাণী কেমনে রই ভালো
উষ্ণায়নে মিলিয়ে গেছে আমার নরম আলো।
এক নিঃসঙ্গ জীবনে যেন কান্না শুনি কার
চমকে দেখি আমার মনেই জমেছে আঁধার,
জিজ্ঞাসিলাম মনকে আমার কি হয়েছে তোর?
কেমনে এত আঁধার এসে জমল হেথা ঘোর?
ভালোবাসার কাঙাল আমি বললে আমার মন
হারিয়ে গেছে কোন অচেনায় আমার আপনজন।