জানিনা কেন ভালো লাগে তোমার ওই মুচকি হাসি
নিজেই আমি জানিনা কেন তোমায় ভালো বাসি।
সকাল বেলা পূব আকাশে সূর্য্যি যখন আসে
দেখি আমি ঊষার মাঝে মুখটি তোমার ভাসে
তোমার নামেই গান গেয়ে যায় ভোরের দোয়েল পাখি
তোমার ছোঁয়া পাবার আশায় ভোরের বাতাস গায়ে মাখি।
দিনের শেষে রাত্রি নামে আকাশ ভরা তারা
সবই তখন শুন্য লাগে মিতা তোমায় ছাড়া,
সবাই যখন ঘুমায় রাতে আমি তখন জাগি
তোমার কথাই চিন্তা করি তোমার কথাই ভাবি,
ঘুমের মধ্যেও আস তুমি স্বপ্নে তোমায় দেখি
মনের মাঝে রং তুলিতে তোমার ছবিই আঁকি।
শিশির দেখি প্রজাপতি গোলাপ দেখি কত
কিন্তু তারা নয়ত কেউই একটু তোমার মত।
যখন বসি খাতা নিয়ে কিছু লিখব বলে
‘কবিতা’ নয় শুধুই তোমার চিন্তা আসে চলে।
প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড ক্ষণে
সকল কাজের মধ্যে শুধু তোমায় পড়ে মনে।
জানিনা কেন এমন হল তোমাতে মন পাগল হল
তোমাকে খুব ভালো লাগে তাইতো তোমায় দেখতে আসি;
আমি শুধু জানিনা কেন, কেন কেন কেন কেন
কেন যে তোমায় ভালো বাসি?