জীবনের মরুপথেকবিতা / By Nirmal Sarkar / November 14, 2011 জীবনের মরুপথে চলতে গিয়ে বুঝিনি মরীচিকার ফাঁকি, তাইতো এ তৃষ্ণা। সময়ের বালুঝড়ে পড়ে গিয়ে দিকভ্রান্ত আমি, তাইতো আজ একা।