শুনেছি, পৃথিবীতে নাকি এখন অনেক মানুষ।
কিন্তু, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও তো আমি
একজন মানুষেরও দেখা পেলাম না।
শুধু, হিংসা-নিন্দা-কলহ আর বিবাদে
পরিপূর্ণ এই পৃথিবী।
দুনিয়াটা এখন শুধু অমানুষের রাজত্ব।
তাই মনে প্রশ্ন জাগে
মানুষ কোথায়?
শুনেছি, পৃথিবীতে নাকি এখন অনেক মানুষ।
কিন্তু, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও তো আমি
একজন মানুষেরও দেখা পেলাম না।
শুধু, হিংসা-নিন্দা-কলহ আর বিবাদে
পরিপূর্ণ এই পৃথিবী।
দুনিয়াটা এখন শুধু অমানুষের রাজত্ব।
তাই মনে প্রশ্ন জাগে
মানুষ কোথায়?