কেবা আমার কাছের মানুষ
সবার চেয়ে বেশি আপন,
কেবা আমার জন্মদাত্রী
করেছে কে লালন পালন?
আমার একটু ঘুমের জন্য
ঘুম নেই কার চোখে রে?
সে যে আমার মা জননী
আমার মাতৃ-দেবী রে।
কেবা আমার সুখে সুখী
দূখী আমার দুঃখেতে,
নিজে থেকে উপবাসী
খাওয়ায় কেবা আমাকে?
রোদ-বৃষ্টি-ঝড়ে দাঁড়াই
কার আঁচলের ছায়ায় রে?
সে যে পরম স্নেহময়ী
আমার মাতৃ-দেবী রে।
কার পদতলে নির্বাণ হয়
এ জীবনের সকল দুঃখ,
কার বুকের মাঝে মুখ লুকিয়ে
স্বর্গের অধিক পাইরে সুখ?
কার আশীর্বাদ মাথায় নিয়ে
এ বিশ্ব জয় করব রে?
সে যে আমার মা জননী
আমার মাতৃ-দেবী রে।