পৃথিবিটা জানি শান্তির স্বর্গরাজ্য নয় আর…
চারিদিকে শুধু ছোটো করে বড় হবার
এ এক অমানুষিক অপচেষ্টা।
পৃথিবিটা জানি স্বপ্নের দেশ নয় আর…
দুঃস্বপ্নের ভয়ংকর প্রেত এখন
হানা দেয় বাস্তবেও।
আকাশটা জানি ঠিক নীল নয়তো আর…
বিষাক্ত মৃত্যুবীজ ভাসছে সেখানেও।
ধোঁয়াটে সে।
বহু কোটি শত পাপে জর্জরিত ধরা
আর কত কাল?
এবার মুক্তি চাই,
মানুষ চাই।