আমি বলেছিলাম, ‘তোমাকে আমি ভালোবাসি’
তুমি বলেছিলে, ‘এটা ভালোলাগা, ভালোবাসা নয়’
‘ভালোবাসা কঠিন অনেক, এত সহজে কি হয়?’
আমি বলেছিলাম, ‘তোমাকে আমি চাই-ই’
তুমি বলেছিলে, ‘এটা কামনা, ভালোবাসা নয়’
‘থাকতে পারিনা তোমাকে না দেখে’
বললে, ‘পাগলামি আর কারে কয়!’
আমি বলেছিলাম, ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না।’
তুমি বলেছিলে, ‘এটা আবেগ, ভালোবাসা নয়’
– ‘চাও কি প্রমাণ ? দেই তবে প্রাণ?’
বললে, ‘পাগল! এভাবে কি ভালোবাসা হয়!’
কতনা দিবস হয়েছে গত, পথে প্রান্তরে খুঁজেছি কত
আজও আমি পাইনি উত্তর ভালোবাসা কেমনে হয়,
তুমিই আমাকে বলেদাও সখী ভালোবাসা কারে কয়?