নিমন্ত্রণ

ওই যে ছোট্ট নদী
সময় থাকে যদি
(তুমি) যেও তাহার ঘাটে
সূর্য যেথায় পাটে
যায় সে সাঁঝের কালে
ওই নদীরই জলে
যেন সোনার থালা
কি জানি কোন বালা
ধুইতে এসে জলে
ডুবিয়ে দিল ভূলে
ভেবনা ভাই মিছে
স্বর্গ সেথায় আছে।
তাকিয়ে দেখ জলে
মাছেরা যায় চলে
অজানা কোন দেশে
স্রোতের টানে ভেসে
ভারী তাদের মজা
যেন জলের রাজা
সাত সমূদ্র আর
তের নদী যার
রাজত্বেরই সীমা
নেই যে তাদের থামা
ভীষণ ব্যস্ত ওরা।
তোমার মনের ঘোড়া
চলতে দিও ছুটে
সকল বাঁধন টুটে
ওই নদীরই বাঁকে
স্বপ্ন যেথায় থাকে।
শুনে পাখির গান
নাচবে তোমার প্রাণ।
ওরাও ব্যস্ত খুব
চায়না থাকতে চুপ।
(যখন) বসবে নদীর কূলে
যাবেই তুমি ভূলে
চিন্তা তোমার যত
শিশু ভোলার মত
বাল্য কালের স্মৃতি
আদর সোহাগ প্রীতি
মনের মাঝে যারা
লুকিয়ে ছিল তারা
বাইরে এসে সবে
তোমায় ধরা দেবে।
(তখন) ভাবতে পার বসে
এলাম এ কোন দেশে!
মিথ্যা কথা নয়
স্বর্গ সেথায় রয়।
দেখবে কূলের পরে
কার যে গরু চরে
কখন মুখটি তুলে
ডাকবে হাম্বা বলে
হয়তো ওরা ভাবে
বাড়ি কখন যাবে
কেউ জানেনা তারা
নেইযে তোমার তাড়া
রেখে সকল কাজ
মুক্ত তুমি আজ
তোমার নয়ন মাঝে
রামধনুরা সাজে
ভাববে তখন তুমি
এটাই স্বর্গ ভূমি।
উদয় নগর নামে
মোদের ছোট্ট গ্রামে
যখন তুমি যাবে
দেখতে তখন পাবে
গ্রামের মানুষ যত
আত্মীয়ের-ই মত
ভীষণ তারা ভালো।
যেন সোনার আলো
ছড়িয়ে পড়ে এসে
আকাশ হতে খসে
নতুন দিনের ভোরে
আঁধার আলো করে।
রোজই বিকেল বেলা
বসে বাজার-মেলা
সন্ধ্যা বেলা হলে
খুশির প্রদীপ জ্বলে
নামলে আঁধার সেথা
জোনাকী দেয় দেখা
নিঝুম রাতের বেলা
চাঁদ-মেঘের-ই খেলা
দেখবে আকাশ জুড়ে
নয়ন দুটি ভরে
ভাববে সেথায় বসে
এলাম এ কোন দেশে!
লাগলে তখন একা
আমার পাবে দেখা
থাকব তোমার পাশে
হয়তো অন্য বেশে
হয়তো হব তারা।
হারিয়ে গেছেন যারা
তাদের দেশে গিয়ে
ভাবব তোমায় নিয়ে।
যদি বা পাও ব্যাথা
ভেব আমার কথা
দেখবে বৃষ্টি হয়ে
দেব আমি ধুয়ে
তোমার হৃদয় মাঝে
দুঃখ যতক আছে
আমায় তুমি দিও
বদলে তার নিও
আমার সকল সুখ
থেকনা ভাই চুপ!
মিথ্যা কথা নয়
স্বর্গ একেই কয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!