পড়াশোনার বারোটা বাজিয়ে
(অনেক) শিক্ষক আসেন ইস্কুলে,
তারা, ছাত্রদের আর কী শেখাবেন?
নিজেরাই সব গেছে ভূলে!
পরীক্ষাতে? ঢালাও নকল
করো যার যা খুশি,
আমরা, হাজার হাজার মাইনেতে এই
মাকাল কেন পুষি?
স্কুলে শুধুই আসা-যাওয়া
আর, মাঝে-মধ্যে খিচুড়ি খাওয়া
গোলে-মালে ফাঁকে-তালে
যাচ্ছে কেটে দিন…
এইভাবে ফাঁকি দিয়ে
মাষ্টারমশাই চলবে কত দিন?