বর্ষার শেষে
শরৎ এসেছে
শিউলির মালা
পরে গলে,
শারদ হাওয়ায়
প্রকৃতি খেলায়
মন মাঝিও বুঝি
তাল তোলে।
তাইতো সে আজ
ভুলে সব কাজ
দিয়েছে নৌকার
পাল তুলে,
ওই দেখ দূরে
কোন সুদূরে
চলছে ভেসে
ঢেউ’এর তালে।
আমার ফেসবুক পেজ : https://www.facebook.com/NirmalSarkarPage/