স্বপ্ন

কবি আমি হবই হব
হবই আমি ভাই রে,
কবি হওয়ার আশায় আমি
স্বপ্ন দেখি তাইরে।

তোমরা আমায় যতই বল
-‘পাগলের পাগলামি’,
তবু আমার ‘পাগলামি’টা
চালিয়ে যাব আমি।

যারা আমায় করছ ঠাট্টা
যাচ্ছ শুধুই হেসে,
একটি বারও তোমরা তারা
কেউ দেখেছ ভেবে?

যত আছে জ্ঞানী গুণী
যত আছেন বিজ্ঞ
সবাই তারা ছিল একজন
পাগলেরই হদ্দ।

error: Content is Copyrighted !!