ছোট নেতা ছোট নেতা
এত ভোরে যাও কোথা?
দাঁড়াওনা একবার ভাই।
দ্বারে ভোট কড়া নাড়ে
যাই ভোট প্রচারে
দাঁড়াবার সময় তো নাই।
বড় নেতা বড় নেতা
দলবল নিয়ে কোথা
চলিয়াছ যাও নাকো বলি।
সামনে ইলেকশন
ভোটে দাঁড়িয়েছি ভাই
তাই ভোট ক্যাপচারে চলি।
ভোট পাখি ভোট পাখি
ক’রে এত ডাকা ডাকি
কোথা যাও যাও ভাই বলি।
কথা নেই আর হেথা
আসিয়াছে ভোট যেথা
এক্ষণে সেইখানে চলি।
Dip inside meaning!