Biography

নির্মল সরকার, পিতা: নিরঞ্জন সরকার, মাতা: সাধনা সরকার।

শিক্ষাঃ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়। ডাঙ্গীপাড়া সুমিত্রা উচ্চ বিদ্যালয়। কিচকটোলা উচ্চ বিদ্যালয়। ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুল। রায়গঞ্জ সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়। নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

Nirmal Sarkar
নির্মল সরকার

পেশাঃ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করার পর গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, লেখালেখি ও বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত।

সামাজিক কর্মঃ নিজস্ব উদ্যোগে একটি পত্রিকা প্রকাশ করেন। নিজের এলাকায় একটি কলেজ স্থাপনের জন্য আন্দোলন সংগঠিত করেন। জনগণের বিভিন্ন দাবি আদায়ের জন্য ‘জনগণ মঞ্চ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা করেন।​

গ্রন্থ তালিকা

  1. একদিন হব কবি ( ১লা অক্টোবর, ২০১৪)
  2. জীবনের মরূপথে (প্রকাশিতব্য)
  3. পাগল মন (প্রকাশিতব্য)

error: Content is Copyrighted !!