গ্রামের কথা
গ্রামের কথা বলব তোমায়মনে আমার আশা,বলতে গেলে সে কথা যেপাইনা খুঁজে ভাষা। গ্রামে আছে শান্ত স্নিগ্ধসবুজেরই মেলা,গ্রামের মাঠে দেখতে পাবেগোল্লাছুটের খেলা। সেথায় নিতুই ঘাসের আগায়শিশির কণা জমে,রোজ সকালে ঘুম ভেঙ্গে যায়পাখির কলতানে। গ্রামকে ভালোবাসি আমিগ্রাম-ই আমার মিতা,গ্রামের বুকেই যেন জ্বলেআমার শেষের চিতা।