October 2006

গ্রামের কথা

গ্রামের কথা বলব তোমায়মনে আমার আশা,বলতে গেলে সে কথা যেপাইনা খুঁজে ভাষা। গ্রামে আছে শান্ত স্নিগ্ধসবুজেরই মেলা,গ্রামের মাঠে দেখতে পাবেগোল্লাছুটের খেলা। সেথায় নিতুই ঘাসের আগায়শিশির কণা জমে,রোজ সকালে ঘুম ভেঙ্গে যায়পাখির কলতানে। গ্রামকে ভালোবাসি আমিগ্রাম-ই আমার মিতা,গ্রামের বুকেই যেন জ্বলেআমার শেষের চিতা।

গ্রামের কথা Read More »

নদীর পাড়ে

ওইখানে ওই নদীর পাড়েকদম গাছের ছায়,অবাধ মনটি আমার শুধুহোথায় চলে যায়।সেথায় আছে শাপলা শালুকসাড়স শালিক চড়ুই কত,টুনটুনি আর কোকিল তারানাচে গায় অ-বিরত,গান গেয়ে যে মাঝি ভায়াপাড়ের খেয়া বায়।মন যে আমার রয়না ঘরেসেথায় চলে যায়। কুলু কুলু শব্দে সেথায়বয়ে চলে নদী,সব মিলিয়ে সেথায় যে একস্বপ্ন মাখা ছবি।দূরে দূরে মেঘের মেলাতারই মাঝে ভাসিয়ে ভেলামন যে আমার ছুটে

নদীর পাড়ে Read More »

আদর্শ ছাত্র

বাড়িতে বসেনা মন পড়াশোনা অকারণ পড়ালেখা করে লাভ হবে কী? লেখা পড়া করে যেই গাড়ি চাপা পড়ে সেই জানোনা কি তুমি এই কথাটি? মনে তাই ভেবেছি প্লান করে ফেলেছি যাব আমি বৃন্দাবন ধাম। মধুর বৃন্দাবনে গিয়ে দীক্ষা-শিক্ষা-মন্ত্র নিয়ে জপ করব ‘জয় রাধে’ নাম।

আদর্শ ছাত্র Read More »

error: Content is Copyrighted !!