ভালবাসা কারে কয়
আমি বলেছিলাম, ‘তোমাকে আমি ভালবাসি’ তুমি বলেছিলে, ‘এটা ভালোলাগা, ভালবাসা নয়’ ‘ভালবাসা কঠিন অনেক, এত সহজে কি হয়?’ আমি বলেছিলাম, ‘তোমাকে আমি চাই-ই’ তুমি বলেছিলে, ‘এটা কামনা, ভালোবাসা নয়’ ‘থাকতে পারিনা তোমাকে না দেখে’ বললে, ‘পাগলামি আর কারে কয়!’ আমি বলেছিলাম, ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না।’ তুমি বলেছিলে, ‘এটা আবেগ, ভালোবাসা নয়’ – ‘চাও কি […]