May 2010

মুক্তি চাই

পৃথিবিটা জানি শান্তির স্বর্গরাজ্য নয় আর… চারিদিকে শুধু ছোটো করে বড় হবার এ এক অমানুষিক অপচেষ্টা। পৃথিবিটা জানি স্বপ্নের দেশ নয় আর… দুঃস্বপ্নের ভয়ংকর প্রেত এখন হানা দেয় বাস্তবেও। আকাশটা জানি ঠিক নীল নয়তো আর… বিষাক্ত মৃত্যুবীজ ভাসছে সেখানেও। ধোঁয়াটে সে। বহু কোটি শত পাপে জর্জরিত ধরা আর কত কাল? এবার মুক্তি চাই, মানুষ চাই।

মুক্তি চাই Read More »

এক চিলতে হাসি

ওকে দেখলেই আমার শুধু হাসি পেত। শত ব্যাস্ততার মধ্যেও যতবার ওর মুখোমুখি হয়েছি, চোখে চোখ পড়েছে আমার ঠোঁট দুটো বেঁকে গিয়ে ‘সেই হাসি’ চলেই আসত কেন জানিনা এখনও। ওর চোখে ঠিক কি ছিল কে জানে? জিজ্ঞেস করব করব করেও করা হয়নি। আর হয়তো কোন দিন, দৈবে দেখা হলে, স্টেশনে, টারমিনাসে… হবে কি? যদিও সময় পেরিয়ে

এক চিলতে হাসি Read More »

error: Content is Copyrighted !!