January 2008

জীবনে যদি

বন্ধু, জীবনে যদি দুঃখের বোঝা বইতে বইতে আর বইতে না পারো তবে তখন আমায় ডেকো, যদি কখনও কষ্ট সইতে সইতে আর সইতে না পারো তবে তখন আমায় বোলো। বন্ধু বলে ডাকার এটুকু অধিকার অন্তত আমাকে দিও।

জীবনে যদি Read More »

দুঃখ তো থাকবেই

কিছু পেতে হলে কিছু তো দিতে হবেই তাই বলে কি পেতে যাব না? ভালোবাসায় দুঃখ তো থাকবেই তাই বলে কি ভালো বাসব না? সুখ-দুঃখ পাওয়া-না পাওয়া নিয়েই এই পৃথিবী, এই জীবন।

দুঃখ তো থাকবেই Read More »

ভূল যদি হয়

কোনো কিছু করতে গিয়ে ভূল যদি হয়, হোক না। কোনো কিছু গড়তে গিয়ে ভাঙে যদি, ভাঙ্গুক না। সেই ভূল ও ভাঙার মধ্যদিয়েই আমরা এগিয়ে যাব সত্য ও সৃষ্টির দিকে।

ভূল যদি হয় Read More »

কেন?

দিনের পরে রাত্রি আসে কেন?নতুন দিন আসবে বলে।জীবন যদি, মরণ তবে কেন?নতুন জীবন পাব বলে। ভালো যদি মন্দ তবু কেন?আবার ভালো হবে বলে।সুখ যদি, দুঃখ তবে কেন?আবার সুখ আসবে বলে। হাসির পরে কান্না আসে কেন?আবার মোরা হাসব বলে।আশা যদি, হতাশ তবে কেন?আবার আশা করব বলে। পেলে পরে হারাই তবে কেন?আবার মোরা পাব বলে।শুরু হলে শেষ

কেন? Read More »

অথচ আমরা

জীবনটা শুধু নেবার জন্যই নয় কিছু দেবার জন্যও, কর্ম শুধু নিজের জন্যই নয় পরের জন্যও। অথচ আমরা এই সহজ কথাগুলো কত সহজেই না ভূলে যাই!

অথচ আমরা Read More »

দুঃখে ভরা পৃথিবী

দুঃখে ভরা পৃথিবী। চারিদিকে ঘোর অন্ধকার। শুধু হিংসা-প্রতিহিংসার খেলা। কোথাও একটু ভালবাসা নেই কারও জন্য। তবুও প্রকৃতির নিয়মে সূর্য ওঠে, পাখি ডাকে।

দুঃখে ভরা পৃথিবী Read More »

মানুষের মধ্যে

প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অসুর থাকে, তাকে মেরে ফেলতে হয়। তা নইলে সে মানুষ আর মানুষ থাকেনা, অসুর হয়ে যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে একজন দেবতা থাকেন, তাকে খুঁজে নিতে হয়। আর একবার তাঁকে পেয়ে গেলে সে মানুষ আর মানুষ থাকেনা, দেবতা হয়ে যায়।

মানুষের মধ্যে Read More »

error: Content is Copyrighted !!