July 2010

আমার গ্রাম

তুমি চেনো কি আমার গ্রাম?যেথা শান্ত স্নিগ্ধ সবুজের কোল,তার উদয় নগর নাম। সকাল বেলা হলেসেথা গুরুমাষ্টারের পাঠশালা বসেবট-কাঁঠালের তলে,আর বুড়োদের চায়ের আসরে মাতেফটিকের চায়ের দোকান,যেথা শান্তির ধাম, আনন্দাধারতাঁর, উদয় নগর নাম। তুমি চেনো কি আমার গ্রাম?যা পূণ্যভূমি, আমার স্বর্গতাঁর উদয় নগর নাম। সেথা সন্ধ্যা বেলা হলেমেঠো পথ ধরে উড়িয়ে ধূলোচাষীরা ফেরে ঘরে,ঘরে ঘরে জ্বলে ধূপ-দীপ […]

আমার গ্রাম Read More »

বৃষ্টি এলো

বৃষ্টি এলো সন্ধ্যে বেলায়ঝম্‌ ঝম্‌ ঝম্‌ অঝর ধারায়,রায় বাড়ির ওই চালের ফাঁকেপায়রারা সব লুকিয়ে থাকে,রাতের আগেই নামল আঁধারমোদের ছোটো গাঁয়। বৃষ্টি এলো সন্ধ্যে বেলায়মোদের ছোটো গাঁয়।

বৃষ্টি এলো Read More »

একটা ছিল

একটা ছিল পুকুর,গরম কালের দুপুর,সেই পুকুরের জলেতেহাঁস গুলি সব খেলছিল। আরও একটা গাছ ছিল।সেই গাছেরই ডালেতেপাখিরা সব নাচছিল,মিষ্টি সুরে গাইছিল। একটা ছিল গ্রাম‘উদয় নগর’ নাম,সেই গ্রামের মাঝদিয়েএকটি বাঁকা পথ ছিল। আরও একটা মাঠ ছিল।সেই মাঠেরই জমিতেসোনার রঙের ধান ছিল,দখিন হাওয়ায় দুলছিল।

একটা ছিল Read More »

কয়েকটি অনু কবিতা

ফুল হয়ে হাসা জীবন হেসে দুঃখ ভোলা জীবন জিতে গিয়ে সবাই খুশি? তো কি হয়েছে, হেরে গিয়ে আনন্দ করাটাও জীবন। (৫ জুলাই, ২০১০) আমি কাঙাল বেশে ফিরি দেশে দেশে হায় – জীবন কেটে যায়।(৪ অক্টোবর, ২০১০) সুখ-সুখ করে যেবা দিবা-নিশি ঘোরে আকাঙ্খা দুঃখ তারে জাপটিয়া ধরে। (৭ অক্টোবর, ২০১০) সম্পর্ক মধুর হয় ভালোবাসা হলে, সম্পর্ক

কয়েকটি অনু কবিতা Read More »

আমার মা

তুই নাকি মা পরম স্নেহময়ী সবার প্রিয় তোর আদরের ছেলে, তবে আমায় কেমনে ভুলে রলি বলমা আমায় কেমনে দিলি ফেলে? হতে পারি শত অপরাধী তবুও মা আমি তো তোর ছেলে? ভাবতে পারিস সাজা দিছিস তুই করে আমায় মায়ের আদর হারা, কিন্তু আমি নইত তেমন তর তাড়িয়ে দিলেই চলে যাবে যারা। চোখ বুজলেই পাইযে তোরে কাছে

আমার মা Read More »

বন্ধুত্ব আর ভালবাসা

জন্ম হতেই জীবন শুরুশুরু পথের চলা,প্রেম হল তার অংশ বিশেষসৌন্দর্য তার কলা।জীবনের সমাপ্তি হলেমৃত্যু তারে কয়,বন্ধুত্ব আর ভালবাসাকিন্তু অমর রয়।

বন্ধুত্ব আর ভালবাসা Read More »

স্বপ্ন দেখি

এক নতুন সুপ্রভাতের স্বপ্নদেখি রাতে,এক নতুন পথে চলব বলেইচলি পথে।এক নতুন কথা শুনব বলেশুনি কথা,এক নতুন কথা বলব বলেইবলি কথা। চলতে চলতে জানি আমিপাবই নতুন পথশুনব নতুন কথা;নতুন জীবন-সূর্য উঠবে জেগেসে আলোকেমেলাবে সব ব্যাথা।

স্বপ্ন দেখি Read More »

ভালবাসা যদি পাপ হত

ভালবাসা যদি পাপ হত তাহলে ফুল ফুটত না, ভালবাসা যদি বাঁধা মানত তবে বসন্ত আসত না। ভালবাসা যদি কলঙ্ক হত তবে হাসত না ওই শশী, ভালবাসা যদি ক্ষণিকের হত তবে রবী ছড়াতনা রশ্মী। ভালবাসা যদি ভালো না হবে তবে কেন যিশু চৈতন্য কবীর? ভালবাসাই পারে মুক্তি আনতে একবিংশ শতাব্দীর।

ভালবাসা যদি পাপ হত Read More »

error: Content is Copyrighted !!