একটা ছিল পুকুর,
গরম কালের দুপুর,
সেই পুকুরের জলেতে
হাঁস গুলি সব খেলছিল।
আরও একটা গাছ ছিল।
সেই গাছেরই ডালেতে
পাখিরা সব নাচছিল,
মিষ্টি সুরে গাইছিল।
একটা ছিল গ্রাম
‘উদয় নগর’ নাম,
সেই গ্রামের মাঝদিয়ে
একটি বাঁকা পথ ছিল।
আরও একটা মাঠ ছিল।
সেই মাঠেরই জমিতে
সোনার রঙের ধান ছিল,
দখিন হাওয়ায় দুলছিল।