এক নতুন সুপ্রভাতের স্বপ্ন
দেখি রাতে,
এক নতুন পথে চলব বলেই
চলি পথে।
এক নতুন কথা শুনব বলে
শুনি কথা,
এক নতুন কথা বলব বলেই
বলি কথা।
চলতে চলতে জানি আমি
পাবই নতুন পথ
শুনব নতুন কথা;
নতুন জীবন-সূর্য উঠবে জেগে
সে আলোকে
মেলাবে সব ব্যাথা।
এক নতুন সুপ্রভাতের স্বপ্ন
দেখি রাতে,
এক নতুন পথে চলব বলেই
চলি পথে।
এক নতুন কথা শুনব বলে
শুনি কথা,
এক নতুন কথা বলব বলেই
বলি কথা।
চলতে চলতে জানি আমি
পাবই নতুন পথ
শুনব নতুন কথা;
নতুন জীবন-সূর্য উঠবে জেগে
সে আলোকে
মেলাবে সব ব্যাথা।