পুজোর সময়
দুর্গাপুজোয় সবাইনতুন জামাকাপড় পরেহই হল্লা আরআনন্দ-ফুর্তি করে। আর এদিকে এইঅর্ধনগ্ন গরিব শিশুটিকেঁদেই চলেছে সকাল হতেমায়ের আঁচল ধরে।
দুর্গাপুজোয় সবাইনতুন জামাকাপড় পরেহই হল্লা আরআনন্দ-ফুর্তি করে। আর এদিকে এইঅর্ধনগ্ন গরিব শিশুটিকেঁদেই চলেছে সকাল হতেমায়ের আঁচল ধরে।
বর্ষার শেষে শরৎ এসেছেশিউলির মালা পরে গলে,শারদ হাওয়ায় প্রকৃতি খেলায়মন মাঝিও বুঝি তাল তোলে। তাইতো সে আজ ভুলে সব কাজদিয়েছে নৌকার পাল তুলে,ওই দেখ দূরে কোন সুদূরেচলছে ভেসে ঢেউ’এর তালে।
কবি আমি হবই হবহবই আমি ভাই রে,কবি হওয়ার আশায় আমিস্বপ্ন দেখি তাইরে। তোমরা আমায় যতই বল-‘পাগলের পাগলামি’,তবু আমার ‘পাগলামি’টাচালিয়ে যাব আমি। যারা আমায় করছ ঠাট্টাযাচ্ছ শুধুই হেসে,একটি বারও তোমরা তারাকেউ দেখেছ ভেবে? যত আছে জ্ঞানী গুণীযত আছেন বিজ্ঞসবাই তারা ছিল একজনপাগলেরই হদ্দ।
গাছ হল অমূল্য ধন রতনের রতন, তাই গাছ রক্ষা করতে হও সচেতন। গাছ আমাদের কাঠ দেয় দেয় ফুল ও ফল, গাছের ডালেই বাঁধে বাসা যত পাখির দল। গাছের মত প্রিয় বান্ধব আর নেই তো কেহ, গাছ আমাদের ছায়া দেয় কত আদর স্নেহ। গরম কালে কাঠ-ফাটা রোদ একেবারে প্রানান্তি, গাছের নিচে গেলে তুমি পাবে পরম শান্তি।
একদিন হব কবিমনে আঁকি সেই ছবিএকেবারে পষ্ট,যেদিন আমি কবি হবমান যশ কত পাবরবেনাতো একটুও কষ্ট।এখন যারা আমায় বলে,“ও একটি পাগল ছেলে”,“ওরে আমার কবি রে!”দেখবে তুমি তখন তারাইআমায় নিয়ে করবে বড়াই“আমাদেরই সোনার টুকরো, হিরে।”