আমি এমনই

তোমরা আমাকে বল…
‘তুমি এমন কেন?’
‘কত ভালো হত যদি এরকম হতে’
‘এইভাবে তুমি চলছনা কেন?’
‘তাহলে এত এত সব তুমিও পেতে।’

আমিও কখনও ভাবি…
আমি এমন নই কেন?
কেন চলিনা আমি এভাবে?
সাধেকি আমি হয়ে আছি ছোটো!
সে তো আমারই স্বভাবে।

সেদিন একটি পত্র পেলাম আমি…
তাতে লেখা – ওহে ভাই,
তুমি তোমার মত, তুমি আছ তাই।
অন্যের সাথে তোমার অমিল যতটুকু
তোমার অস্তিত্বের প্রমাণ ততটুকু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!