বিচিত্র গোয়ালপোখর
(১)সবাই বলে বিডিও সাব ব্লক অফিসে থাকে, এগারোটায় গিয়ে দেখি কয়টা ছাগল ডাকে। কি আর করি তখন আমি কারেই বা আর ডাকি, এঘর ওঘর খুঁজে বেড়াই বিডিও আছেন নাকি। ছাগল তখন বলল আমায়, “তুইতো ভারি বোকা! বারোটা-একটার আগে এলে বিডিও পাবি কোথা! অফিসেতে নিয়ম করে এক ঘন্টা সে রয়, এরই মাঝে সময় করে লাঞ্চোটিফিন খায়।” আমতা আমতা বলি আমি, “জয়েন তো কেউ আছে? তাতেই না হয় চালাব কাজ যেতে চাই তার কাছে।” কথা শুনে ছাগল […]