নতুন প্রেমের প্রথম লেখা পদ্য তুমি
আমার প্রথম হৃদয় ভাঙা কাব্য তুমি,
শীতের ভোরের সোনা ঝড়া রৌদ্র তুমি
আমার হৃদয় মরুভূমির বৃষ্টি তুমি,
নিকষ কালো আঁধার রাতের জ্যোৎস্না তুমি
শারদ প্রাতের সুবাস মাখা শিউলি তুমি,
ঘুম জাগানো পাখিদের ওই কূজন তুমি
জীবন হতে হারিয়ে যাওয়া বিজন তুমি,
সাঁঝের বেলা পল্লী মায়ের প্রদীপ তুমি
নেই যে তোমার তুলনা, তাই তুমিই তুমি।