কেন?
দিনের পরে রাত্রি আসে কেন?নতুন দিন আসবে বলে।জীবন যদি, মরণ তবে কেন?নতুন জীবন পাব বলে। ভালো যদি মন্দ তবু কেন?আবার ভালো হবে বলে।সুখ যদি, দুঃখ তবে কেন?আবার সুখ আসবে বলে। হাসির পরে কান্না আসে কেন?আবার মোরা হাসব বলে।আশা যদি, হতাশ তবে কেন?আবার আশা করব বলে। পেলে পরে হারাই তবে কেন?আবার মোরা পাব বলে।শুরু হলে শেষ […]