পূজো মানে বন্ধ পড়া
পূজো মানে ছুটি,
বছর শেষে সবাই আবার
একখানেতে জুটি।
পূজো মানে ঢাকের বাড়ি
ঢ্যাম কুর কুর কুর,
পূজো মানে হই হল্লা
আনন্দে ভরপুর।
পূজো মানে মাকে দেখা
একটি বছর পর,
পূজো মানে সবাই আপন
নইতো কেহ পর।
পূজো মানে ঘোরাফেরা
নতুন কাপড়-জামা,
পূজো মানে সবাই স্বাধীন
নেইতো কোনও মানা।
পূজো মানে শিউলির ঘ্রাণ আর
সাদা কাশের ফুল,
পূজো মানে বিজয়াতে
বেদনায় আকুল!