কয়েকটি অনু কবিতা
ফুল হয়ে হাসা জীবন হেসে দুঃখ ভোলা জীবন জিতে গিয়ে সবাই খুশি? তো কি হয়েছে, হেরে গিয়ে আনন্দ করাটাও জীবন। (৫ জুলাই, ২০১০) আমি কাঙাল বেশে ফিরি দেশে দেশে হায় – জীবন কেটে যায়।(৪ অক্টোবর, ২০১০) সুখ-সুখ করে যেবা দিবা-নিশি ঘোরে আকাঙ্খা দুঃখ তারে জাপটিয়া ধরে। (৭ অক্টোবর, ২০১০) সম্পর্ক মধুর হয় ভালোবাসা হলে, সম্পর্ক […]