ভেজাল

আমি খুঁজে দেখেছি ভাই-
এই দুনিয়ায় সবই ভেজাল
তুমিও ভেজাল আমিও ভেজাল
রামও ভেজাল শ্যামও ভেজাল
চালের ভেতর কাঁকড় ভেজাল
দুধের ভেতর জলের ভেজাল
গানের ভেতর রিমিক্স ভেজাল
গল্পকারের গল্পে ভেজাল
( আরও ) কবির কাব্যে ভেজাল
ভালোবাসা? তাতেও ভেজাল।
ভেজাল ছাড়া এই দুনিয়ায়
আরতো কিছুই নাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!