আমার আঠেরো বছর বয়স হয়েছে (২)
ও বাবু, ও বাবু, ও বাবু
ভোটার কার্ড বানাই দে
লিস্টে নাম উঠাই দে।
না না না না আমি ঘরে বসে রব না
ভোট আমার অধিকার, এই সুযোগ ছাড়ব না (২)
আমি, অধিকার প্রয়োগ করব রে,
ভোটার কার্ড বানাই দে
লিস্টে নাম উঠাই দে।
আমার আঠেরো বছর..।
ভোট দিব নিজের মতে কারও কথা শুনব না,
হতে পারি গরীব তবু মত বিক্রি করব না (২)
আমার ভোটেই দেশ বদলাবে,
ভোটার কার্ড বানাই দে
লিস্টে নাম উঠাই দে।
আমার আঠেরো বছর..।