এখন হতাশা আর ব্যর্থতা ছাড়া
কোনও সাথী নেই আমার।
সামনে মৃত্যুর গুমোট গন্ধ জড়ানো
কালো-আঁধারি ভবিষ্যত।
হায় প্রেম! সে তো আজ চোপসানো ফানুস।
এই আমি, আছি কি না কে জানে?
কতদিন নেই…
এখন হতাশা আর ব্যর্থতা ছাড়া
কোনও সাথী নেই আমার।
সামনে মৃত্যুর গুমোট গন্ধ জড়ানো
কালো-আঁধারি ভবিষ্যত।
হায় প্রেম! সে তো আজ চোপসানো ফানুস।
এই আমি, আছি কি না কে জানে?
কতদিন নেই…