পড়াশোনায় হেলা কোরো না
এটা সবার ভালো লাগে না
পড়াশোনায় হেলা কোরো না।
পড়াশোনা করতে পারলে হবে মানুষ,
নইলে মানুষ হবে না।
পড়াশোনায় হেলা কোরো না।
শিক্ষক ডাক দিয়া কয়, তোরা পড়বি কে রে আয়,
পড়বি তোরা শিখবি তোরা, বিশ্ব করবি জয়। (২)
ও এবার ভালো করে পড়লে পরে,
লেটার পাবি কয়েকখানা,
পড়াশোনায় হেলা কোরো না।
প্রতিদিন পড়তে বসিবি, ও তুই বন্ধ কর টিভি,
পড়ার সময় এদিক ওদিক, মনটা না দিবি। (২)
তুই ভাবিস নারে ছেলেখেলা,
এযে কঠিস সাধনা,
পড়াশোনায় হেলা কোরো না।
শোন ওই ডাকেরে নির্মল, তোমরা শোনো ছাত্র দল,
বন্ধ করে বাজে আড্ডা, পড়তে বসি চল। (২)
ও ভাই আমরা করলে পড়াশোনা,
ও বোন আমরা করলে পড়াশোনা,
নাম হবে এই গ্রামখানার।
পড়াশোনায় হেলা কোরো না।