টুপ-টাপ টুপ-টাপ
ঝড়ে চলে অবিরাম
আমি শুধু জানালায়
বসে থাকি চুপ-চাপ।
মনে মনে ভেবে চলি
ওই বুঝি আকাশে
ভেসে ভেসে বাতাসে
করে কেউ জলকেলি।
যেন কোন সুর আসে
দূর আরও দূর হতে
আঁধারের সাথে সাথে
বাতাসের গায়ে ভেসে।
টুপ-টাপ টুপ-টাপ
ঝড়ে চলে অবিরাম
শ্রাবনের সন্ধ্যায়
বসে থাকি চুপ-চাপ।