ছায়া ঘেরা ওই সরু মেঠো পথ
সোনার বিল তার বায়,
দিবস-রজনী গোধূলী-প্রভাতে
কেহ আসে কেহ যায়।
শুখপুকুর তার ডান দিকে থাকে
স্নেহের বাঁধনে বেঁধেছে যে তাকে
বয়েছে সে পথ তারই বাঁকে বাঁকে
বট বৃক্ষের ছায়।
ছায়া ঘেরা ওই মেঠো পথ ধরে
কেহ আসে কেহ যায়।
ছায়া ঘেরা ওই সরু মেঠো পথ
সোনার বিল তার বায়,
দিবস-রজনী গোধূলী-প্রভাতে
কেহ আসে কেহ যায়।
শুখপুকুর তার ডান দিকে থাকে
স্নেহের বাঁধনে বেঁধেছে যে তাকে
বয়েছে সে পথ তারই বাঁকে বাঁকে
বট বৃক্ষের ছায়।
ছায়া ঘেরা ওই মেঠো পথ ধরে
কেহ আসে কেহ যায়।