মা,
আমি ঘুমিয়ে ছিলাম ঘুমের দেশে
তুমি কেন মা আমায় ভালোবেসে
আনলে ডেকে এই ভবেরই মাঝারে?
সেথায় আমি একলা ছিলেম
এথায় সারা জগৎ পেলেম
একাকীত্বের জগৎ খানি হারায়ে।
কল্পনাতীত দিলে মোরে
নিজস্বতা উজার করে
স্নেহের বাঁধন দিয়ে আমায় জড়ালে,
গড়লে আমায় তিলে তিলে
আলোর দুয়ার খুলে দিলে
চন্দ্র-তারা-জ্যোৎস্না এনে পরালে।
মুখে তুমি দিলে ভাষা
মনের মাঝে লক্ষ আশার
প্রদীপ খানি জ্বালালে,
আমার খুশির আলো জ্বেলে
জনারন্যে একলা ফেলে
বলমা শেষে কোথায় গিয়ে লুকালে?