তোমরা-আমরা

তোমরা থাকো ছাদের তলায়
আমরা আকাশ তলে
কষ্ট করি দিন রাত্তির
রোদ-বৃষ্টি-জলে।

তোমরা খাও চপ-কাটলেট
ফ্রায়ড-রাইস খাসি,
আমরা না হয় দু-এক বেলা
থাকি উপবাসী।

তোমরা পর দামী পোশাক
চড় এসি গাড়ি,
আমরা না হয় মাঝে-মধ্যে
তাতেই চাপা পড়ি।

তোমরা সবাই বড় মানুষ
ফিটবাবু সব যত,
আমরা না হয় মুখ্য-সুখ্য
চাষা গোঁয়ার যত।

তোমরা দেখ দামী লেন্সে
জীবনটা রঙিন,
আমরা দেখি খাদ্য ছাড়া
বাঁচাটাই সঙ্গীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!