বৃষ্টির ছাঁট মাথায় পরে
উত্তপ্ত রৌদ্রে ছারখার
পাবোতো মাথা গোঁজার ঠাই
চলছে তো এবার মোদী সরকার।
শীত আসে কম্বল নাই
হয়ত বা ঠান্ডায় মারা যাই
গরীবি তোমরা পরে হঠিও
এখন আমার একটা কম্বল দরকার।
ডিলার বাবুর মিষ্টি কথায়
‘কিছুই আসেনি রে এই সপ্তায়…’
ফিরে আসি রোজ খালি ড্রাম হাতে
তেল আটা গম কোথা পরে থাকে
খেতে বসে দেখি কাঁচকলা পাতে
অভুক্ত আর থাকি কতবার…
পাচ্ছিনা না কেন ? বাঁচার রসদ
খুবই দরকার।
শুনছেন দাদা ‘মোদী সরকার’।