ছাত্র আছে নামকরা সব আমার কাছে পড়ে
উদয় নগর দক্ষিণ পাড়া বিভাস ভাইদের ঘরে,
সবাই তারা ভালো ছাত্র, ব্যাচে যারা আছে
তাদের কথাই বলব আমি আজকে তোমার কাছে,
স্বভাব তাদের এতই শান্ত, থামতে বললেও দেয়না ক্ষান্ত
কখন করে মারামারি কখন ঝগড়া করে;
ভীষণ বাধ্য ছাত্র তারা আমার কাছে পড়ে।
বলব কি ভাই তারা যখন হাসতে করে শুরু
ভয়ে মরি হয়তো যদি দৌড়ে আসে গরু
কিম্বা যদি দুর্ঘটনায় দাঁত কপাটি ধরে!
ভারী শান্ত ছাত্র তারা আমার কাছে পড়ে।
লেখা পড়ায় আগ্রহটা সবার দেখি ‘সেই’
বাড়ির পড়া করেনা তারা, বলে ‘সময় নেই’
বলার আগেই সব বুঝে যায় এমন বুদ্ধি ধড়ে,
‘বিদ্যাসাগর’ ছাত্র সবাই আমার কাছে পড়ে।
যেদিন বা হায় রাগের মাথায় একটুখানি বকি
মুহূর্ততেই আবার তাদের স্বভাব বদলে দেখি
এক একজনায় বসে থাকে মুখটি হাঁড়ী করে,
কিন্তু সেসব ক্ষণের তরে, মিনিট কয়েক পরে
সবাই আবার ফিরে তাদের নিজ মূর্তি ধরে
ছাত্র তারা নামকরা সব আমার কাছে পড়ে।


