দিন-রাত প্রাণ-মন
কত কিছুই চায়,
কিছু তাহার পাওয়া গেলেও
সব কি পাওয়া যায়?
কতক আশা পূর্ণ হবে
কতক রবে বাকী,
কোনও আশাই হয়না পূরণ
কর্মে দিলে ফাঁকি।
ভাগ্য নয় কর্মই সব
বিজ্ঞ জনে বলে,
মানুষ হয় ভালো-খারাপ
আপন কর্ম ফলে।
অলসতা বড় শত্রূ
বড় হওয়ার পথে,
মিথ্যা কথা কখনও নয়
চলো সত্যের পথে।
কঠোর পরিশ্রমের কোনো
বিকল্প যে নাই,
বিজয়ীদের এই কথা
মনে রেখো ভাই।