ওহে রাস্তা,
তুমি কোথার থেকে আস?
কোথায় চলে যাও গো তুমি
রাত্রে কোথায় থাকো?
ওহে রাস্তা,
তুমি কোথার থেকে আস?
তুমি দেখ কত অচিন অজানা
আশ্চর্য সব কলকারখানা
পাহাড় নদী মিষ্টি ঝরণা
বুড়ো বট পোড়ো মন্দির খানা
( কত ) উত্তরনের সাঁকো।
তোমার বুকেই মাড়িয়ে গেছেন
মহা মানব যত
একটূ দাঁড়াও, সেসব কথা
আমায় বল নাকো।
তোমার বুকের ওপর চলছে কত
অত্যাচারি যান
সইছ তবু পাষান চেপে
নেই কি অভিমান?
মেঠো পথে সাঁঝের বেলা
রাখাল ধরে তান
চলছে কোথাও অন্ধ বাউল
কন্ঠে মধুর গান
এসব শুনে তোমারও কি
নেচে ওঠে প্রাণ?
যখন মানুষের সাথে মানুষ লড়ে
অকালে কত তাজা প্রাণ ঝড়ে
সেসব দেখে তুমিও কি
দুঃখ পেয়ে থাকো?
একটু দাঁড়াও, সেসব কথা
আমায় বলো নাকো।