অসম্পূর্ণ একটি কবিতা লিখেছিল নজরুল।
তাতে ছিল বিপ্লবী কথা, বিপ্লবী ছন্দ
আর ছিল নতুন প্রভাতের ভৈরবী।
অসম্পূর্ণ একটি গল্প লিখেছিল শরৎ।
তাতে ছিল নিপিড়িত মানুষের দুঃখ-ব্যথা-বেদনা
আর ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা।
অসম্পূর্ণ একটি গান গেয়েছিল ক্ষুদিরাম।
তাতে ছিল বিপ্লবের সুর, বিপ্লবী তাল
আর ছিল মৃত্যুঞ্জয়ের আহ্বান।
অসম্পূর্ণ সেই স্বপ্ন দেখেছে ওরা।
হ্যাঁ, সেই কবিতা… সেই গল্প… সেই গান…
অসম্পূর্ণ স্বপ্নকে সম্পূর্ণ করতে
দিয়ে যাবে শেষ রক্তবিন্দু।