যদি সত্য কথা কই
তবেই তোমরা বলবে আমি
ভালো মানুষ নই,
তবু সত্য কথা কই।
বিবি হলে প্রধান-মেম্বার
মিয়ায় মারে সই,
জালিয়াতে দেশ ছেয়েছে
কেমনে চুপ রই?
ছন্দে ছন্দে তাইতো আমি
সত্য কথা কই।
যদি সত্য কথা কই
আমি নাকি ভাত পাবো না
না পাই তবু সই,
খাই বা না-খাই তবুও ভাই
সত্য কথা কই।
ন্যাতায় বলে নমো নমো
দিলাম উড়ো খই,
বোকা পাব্লিক আনন্দেতে
নাচে তা-থৈ থৈ,
চোর-ছ্যাঁচড়ের মটকাবে ঘাড়
সে ছেলে আজ কই?
সব ফেলে তাই আজকে আমি
সত্য কথা কই।
আমি সত্য কথা কই
তাইতো আমায় নাও না দলে
একলা আমি রই,
এ-পথ ও-পথ চিনিনা তাই
সোজা পথেই রই।
তোমরা বলো রাতটাকে দিন
আমি কেমনে কই?
পারি না তো আর কিছু তাই
সত্য কথাই কই।
জনগনের কোটি টাকায়
করেন যারা পুকুর চুরি,
তাদের মুখেই দিবা-রাত্রি
ফুটছে দেখি ফুলের ঝুড়ি,
এসব দেখে বেজায় সুখে
তোমরা দিচ্ছ তালি,
বললে আমি সেসব কথা
তোমরা ভাবো গালি,
এই যদি হয় গালাগালি
গালাগালিই সই,
কবির কাজ তো সত্য নিয়ে
তাতেই আমি রই,
সাহস করে তাইতো আমি
সত্য কথা কই।