বন্ধু

কলেজেতে ছোটো বড় অনেক নেতা রয়
বেশির ভাগই ধান্দাবাজ আর নেশাগ্রস্থ হয়,
ব্যাতিক্রমি দেখি যারা ডিএসও করে
ছাত্র-স্বার্থ রক্ষায় তারাই ঘরে-বাইরে লড়ে।

ভোট এলে অনেকেই বন্ধু বটে হয়
ভোট গেলেই হায় হায় কেউ কারো নয়,
কেবল দেখা যায় এসইউসি করে যারা
সকল সময়ে গরীবের বন্ধু হন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!