শোনেন শোনেন ঘটনা এক
কার যে এমন কাম,
একটুও রস দেয়না ফ্রীতে
‘রস খাওয়া’ দেয় নাম।
ভেবেছিলাম ‘রামপুরে’তে
রামের দেখা পাব,
রামও নেই, লংকাও নেই
দুঃখ কারে কব।
আবার ভাবি ‘দাড়িভিটে’র
সবাই দাড়িওয়ালা,
গিয়ে দেখি ভূল ধারনা
বোঝো এবার ঠ্যালা।
গোপন আরেক ঘটনা ভাই
বলছি অবশেষে,
সোল মাছের লোভে গেলাম
‘সোল পাড়াতে’ ফেঁসে!
নাড়ু খেতে ভারি মজা
গেলাম ‘নাড়ু খাওয়া’,
কোথায় নাড়ু? পেলাম না তো
আছে শুধু ‘খোয়া’।
দেবী দর্শন পেলাম না তো
‘দেবীগঞ্জে’ গিয়ে,
পাগলা কুকুর করল ধাওয়া
‘কুকুরধা’তে পেয়ে।
যত শত আজগুবি নাম
ধরতে পারি বাজি,
থাকে যারা ‘পাঞ্জিপাড়ায়’
নয়তো সবাই পাঁজি।