আজকে আমার তোমার সাথে
হারিয়ে যেতে নেই মানা
মেঘের সাথে নীল আকাশে
মেলে দিলাম এই ডানা।
সীমার বাঁধন ছিন্ন করে
আজকে ছুটে চলব
মেঘের সাথে আমিও আজ
লুকোচুরি খেলব,
যাব আমি নিরুদ্দেশে
যেথায় চাঁদের সভা বসে
রামধনুর ওই রংগুলি সব
আজকে লুটে আনব।
আজকে

আজকে আমার তোমার সাথে
হারিয়ে যেতে নেই মানা
মেঘের সাথে নীল আকাশে
মেলে দিলাম এই ডানা।
সীমার বাঁধন ছিন্ন করে
আজকে ছুটে চলব
মেঘের সাথে আমিও আজ
লুকোচুরি খেলব,
যাব আমি নিরুদ্দেশে
যেথায় চাঁদের সভা বসে
রামধনুর ওই রংগুলি সব
আজকে লুটে আনব।